সংবাদ ভিডিও প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচন করলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে জার্মান-বাংলা প্রেস ক্লাব ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা (এনএনসি) আয়োজিত জার্মান-বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন এর একক সংবাদ ভিডিও প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচন এবং গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আজ বুধবার (১২ জানুয়ারি) সকালে অনুষ্ঠানের উদ্ধোদন করেন।
জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা (এনএনসি) এর সভাপতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান। শুভেচ্ছা বক্তৃতা করেন জার্মান-বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন।