মর্জিনা-লতিফ ট্রাষ্টের চেক বিতরন
সুশান্ত কুমার সরকার, (পাবনা):
দেশের অন্যতম বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান পাবনার মর্জিনা-লতিফ ট্রাস্ট এর উদ্যোগে বৃহত্তর পাবনার ৪ উপজেলার ৫টি মসজিদের উন্নয়নের জন্য প্রায় ২৭ লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) পাবনা শহরের মনসুরাবাদ উপশহরে ট্রাস্টের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাস্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শামসুল হক টুকু।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহাসচিব, পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন, মর্জিনা-লতিফ ট্রাস্টের চেয়ারম্যান ও লতিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্তার বিশ্বাস, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন।
ট্রাষ্টের সদস্য ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মর্জিনা-লতিফ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস, আক্তার প্রপার্টিজ এর চেয়ারম্যান নাসরিন খান, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, ট্রাস্টের যুগ্ম মহাসচিব ও লতিফ গ্রুপের পরিচালক আলহাজ্ব মাহবুব হোসেন খান বাবলু, ট্রাষ্টের আজীবন সদস্য আলহাজ্ব রবিউল ইসলাম, লতিফ গ্রুপের জেনারের ম্যানেজার অচিন্ত্য কুমার ঘোষ প্রমুখ।
মর্জিনা লতিফ ট্রাষ্টের উদ্যোগে ২০২১ সালে বিভিন্ন মসজিদের উন্নয়নে প্রায় দেড় কোটি টাকা বিতরন করা হয়। এ বছর প্রায় ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে সব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা সম্ভব নয়। এক্ষেত্রে দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসতে হবে। করোনা মহামারির মধ্যেও মর্জিনা-লতিফ ট্রাস্টের সেবামূলক কর্মকান্ডের তিনি ভুয়শী প্রশংসা করেন।