ফারুক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার কাহালুতে নিবার্চনী সহিংসতায় নিহত তাঁতীলীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলা তাঁতীলীগের উদ্যোগে ঝাড়ু মিছিলটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নারীরাও অংশ নেন।
ওই মিছিল থেকে উপজেলা যুবলীগের অব্যাহতি পাওয়া সভাপতি ও কাহালু সদর ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক পিএম বেলাল হোসেন এবং তার ভাতিজা বহিস্কৃত সাবেক যুবলীগ নেতা বিআরডিবি চেয়ারম্যান রাজিবের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়।
মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, আওয়ামী লীগের নেতা মানিক উদ্দিন কবিরাজ, এনামুল হক মিঠু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, জেলা তাঁতীলীগ সভাপতি নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা তাঁতীলীগ সভাপতি শাহিন ফকির ও সাধারণ সম্পাদক শাহীন আলম কবিরাজ বাবু।
মিছিল শেষে কাহালু রেলওয়ে বটতলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।