৪৩তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসুত্রে গাঁতা এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪৩তম ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে উপজেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উপলক্ষে ১১, ১২ জানুয়ারি ২ দিন ব্যাপী বিজ্ঞান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান এস,এফ,এ,এম শাহজাহান মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরির্দশন করেন।