শিরোনাম

South east bank ad

বাগেরহাটে কৃষকদের মাঝে চার হাজার প্লাষ্টিক ক্রেট বিতরণ

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে কৃষক গ্রুপের সদস্যদের মাঝে বিনামূল্যে প্রায় ৪ হাজার পিচ প্লাস্টিক ক্রেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসএসিপি প্রকল্পের আওতায় এই প্লাস্টিক ক্রেট বিতরণ করেন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে ক্রেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, কৃষ্ণা সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি খাতে ব্যপক উন্নয়ন করছে। কৃষকদের উন্নতির কথা চিন্তা করে তাদের উচ্চমূল্যের ফসল চাষ করতে উৎসাহ প্রদান করতে নানামূখী পদক্ষেপ গ্রহন করেছে। তারাই ধারাবহিকতায় উচ্চমূল্যের ফসল উৎপাদন পরবর্তি বাজারজাত করণের জন্য উপজেলার ৯শ ৭০ জন কৃষকের মাঝে ৩ হাজার ৮ শ ৮০টি প্লাস্টিক ক্রেট বিতরণ করা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: