বাঘ বিধবাদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ
মিম জামান, (সাতক্ষীরা):
পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের পক্ষ থেকে সাতক্ষীরা শ্যামনগরে গভীর নলকূপ স্থাপন, বৃক্ষরোরণ ও বাঘ বিধবা নারী ও ধাত্রীদের মাঝে খাদ্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) বেলা ১২ টায় শ্যামনগরের সুশীলনে ১৩০ জন বাঘ বিধবা নারী ও ৩০ জন ধাত্রীদের মাঝে ধাত্রী প্রশিক্ষণ ও সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী ও আইজিপি পত্নী জিশান মির্জা।
এতে সাতক্ষীরা জেলা পুনাকের সভানেত্রী নাদিয়া আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পুনাকের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পথমা রহমান সিদ্দিকী, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে সকাল দাতিনাখালী এলাকা বাঘ বিধবাদের সুপেয় পানির কষ্ট লাগবে গভীর নলকূপ স্থাপন এবং মুন্সিগঞ্জের রিভারভিউ ঘাট এলাকায় ফলজ বৃক্ষ রোপন করেন।