ভূমি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা গত শনিবার (৮জানুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে খন্দকার আনোয়ারুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে যেমন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি, ভূমি অধিগ্রহণ ইত্যাদি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সভায় অংশগ্রহণ করেন- বেগম কামরুন নাহার, সাবেক সচিব ; মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ, সচিব, ভূমি মন্ত্রণালয় ; মোঃ খলিলুর রহমান, বিভাগীয় কমিশনার, ঢাকা; মোঃ রাহাত আনোয়ার, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ; মোঃ জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ; মোঃ সামসুল আরেফিন, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ; মোঃ সাবিরুল ইসলাম, যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ; মোঃ মামুনুর রশীদ ভূঞা, যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ; ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, প্রকল্প পরিচালক, এটুআই(যুগ্মসচিব); জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,ঢাকা মোঃ শহীদুল ইসলাম।
এই মতবিনিময় সভায় জেলা প্রশাসন, ঢাকা'র সকল কর্মকর্তা, ঢাকা জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনার (ভূমি) গণ উপস্থিত ছিলেন।