শিরোনাম

South east bank ad

৬ দফা দাবিতে ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের মানববন্ধন

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

ইজিবাইক বন্ধে হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা ও আধুনিকায়ন করে লাইসেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রোববার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে ‘রিকশা, ব্যাটারী- রিকশা ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কোরবান আলী, সদস্য সচিব আশীষ নিয়োগী, উপদেষ্টা দেবাশীষ রায় সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, চালক, মেকানিক, ক্ষুদে মালিক, গ্যারেজ মালিকসহ ৫০ লাখ মানুষের কর্মসংস্থান এবং তাদের ওপর নির্ভরশীল প্রায় আড়াই কোটি মানুষের জীবিকা নির্বাহ হয় এসব স্বল্প গতির যানবাহন থেকে। অথচ তাদের জীবিকা রক্ষার জন্য বিকল্প ব্যবস্থা না করেই মহাসড়ক থেকে রিকশা, ব্যাটারী- রিকশা ভ্যান ও ইজিবাইক উচ্ছেদ করার নির্দেশে হাইকোর্ট অন্তবর্তীকালীন আদেশ দিয়েছে। এতে করে বিপুল সংখ্যক মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়বে।

তারা মহাসড়কে এসব স্বল্প গতির যানবাহনের জন্য পৃথক ও সার্ভিস রোড নির্মাণ ও চালকদের লাইসেন্স প্রদানসহ তাদের ৬ দফা দাবী পূরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: