শিরোনাম

South east bank ad

পুনাক সভানেত্রীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মিম জামান, (সাতক্ষীরা):

সাতক্ষীরায় সুন্দরবন কেন্দ্রিক কর্মজীবীদের সহযোগিতা প্রদান ও পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যক্রম সংক্রান্তে পুনাক সভানেত্রীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এটির আয়োজন করে।

গতকাল শনিবার (০৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার কৃতিসন্তান বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মির্জা।

প্রধান অতিথি জিশান মির্জা বলেন, পুলিশ এবং পুনাক একই সূত্রে গাথা।১৯৮৬ সালে ৭ মার্চ প্রতিষ্ঠার পর থেকে আজও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে পুনাক। প্রতিবন্ধী ও বিভিন্ন রোগে আক্রান্ত অসহায়দের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতে সেটা অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী কোভিড মহামারিতেও পুনাক আত্ম-মানবতার সেবায় নিয়োজিত ছিল।

তিনি আরও বলেন, পুনাক হবে একখন্ড বাংলাদেশ। আমরা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সাহায্য সহযোগিতা করতে চাই, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য পুনাক সবসময়ই কাজ করে যাচ্ছে। এছাড়াও মানবিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। আগামীতে পুনাকের আয়োজনে বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হবে। সেখানে সারাদেশের ৬৪ জেলার পুনাক সদস্যরা স্টোল দিবে এবং নিজেদের জেলাকে ব্যন্ডডিং করবে বিভিন্ন পণ্যের মাধ্যমে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মতো কোভিডের পরে অমিক্রনে আক্রান্ত হচ্ছে বাংলাদেশ। সেজন্য সকলকে স্বাস্থ্য সচেতনতার দিকে সচেষ্ট থাকবো।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, পুনাকের সহ-সভানেত্রী নাসিম আমিন, উৎপাদন ও বিপণন সম্পাদিকা সৈয়দা মেহের আফরোজ, পুনাকের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদিকা প্রথমা রহমান সিদ্দিকী, পুনাক সাতক্ষীরার সভানেত্রী নাদিয়া আফরোজ প্রমুখ।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি কাছে পুনাক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আমেনা বিলকিস ময়না, শরিফুল্লাহ কায়সার সুমন, অধ্যক্ষ আশেক ই এলাহী প্রমুখ।

পরে সাতক্ষীরা শহরের বিভিন্ন অঞ্চলের প্রায় আড়াইশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি পুনাক সভানেত্রী জীশান মির্জা।

আগামীকাল রবিবার (০৯ জানুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন অঞ্চলের সুন্দরবন বিভিন্ন কর্মে যাওয়া বনজীবীদের বাঘের আক্রমণে মৃত্যুবরণ করা স্বামী হারানো বাঘবিধবাদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান, সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন, ধাত্রীদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র প্রধান, বৃক্ষরোপন কর্মসূচি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: