বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশনের কম্বল বিতরণ
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিমে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশন থেকে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (৮ জানুয়ারী) সকাল ১১ টায় বাঁশদী গ্রামের ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় থেকে ৪২৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক খালেক, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন হীরা, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য আঃ আজিজ, হাবিবুর রহমান শাহীন, মনিরুজ্জামান মনির, ফজলুল কাদের বুলবুল, আবু সাইদ চৌধুরী প্রমূখ।