মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা
মো. নজরুল ইসলাম, (ময়মনসসিংহ):
মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন তফসিল ঘোষণার দাবিতে গতকাল (০৮ জানুয়ারি) শনিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ব্রহ্মপূত্র তীরে ময়মনসিংহ মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের অংশগ্রহণে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব এর সভাপতিত্বে এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানগণ।
এসময় বক্তাগণ বলেন, বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা পরিবারের সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের বিকল্প নেই। মুক্তিযোদ্ধা সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১আগষ্ট/ ২১ নির্বাচন কমিশন গঠন করলেও নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে মুবিম তালবাহানা শুরু করেছে। তাই অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা করা না হলে আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে।