পাঁচ শতাধিক শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ
মেহের মামুন, (গোপালগঞ্জ ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচ শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মুকসুদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মুন্সী নিজস্ব তহবিল থেকে এই শীত বস্ত্র বিতরণ করেন। আজ শনিবার ( ৮ জানুয়ারী ) বিকালে পৌরসভার লখাইরচড় গ্রামে তার নিজ বাড়ীতে এই শীত বস্ত্র বিতরণ করেন।
শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সভাপতি ছিলেন সমাজ সেবক আ. রাজ্জাক মাতুব্বর। অনুষ্ঠান পরিচালান করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান পটু। এসময় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত মুন্সী, স্থানীয় নান্নু শেখ, ছাত্রলীগ নেতা হাবিব খন্দকার প্রমুখ। এসময় বক্তারা আগামী পৌরসভা নির্বাচনে আনোয়ার হোসেন মুন্সীকে আবারও কাউন্সিলর নির্বাচিত করার আশ্বস্ত করেন।
মুকসুদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মুন্সী জানান, আমার নিজস্ব তহবিল থেকে আমার নির্বাচনী এলাকার পাঁ শতাধিক শীর্তাতের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। ঈদ, কুরবানী এবং করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলাম আগামীতেও তাদের পাশে থাকবো।