শিরোনাম

South east bank ad

অপহরণের নাটক সাজানো সেই ঘাতক স্বামী আটক

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান):

বান্দরবানে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর অপহরনের নাটক সাজানো স্বামী রেথোয়াইনু মার্মাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (০৭ জানুয়ারি) শুক্রবার সকালে রাজবিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী সিংম্যানু মার্মাকে কুপিয়ে হত্যার পর সন্ত্রাসীরা তাকে অপহরন করে নিয়ে যাচ্ছে বলে অপহরনের নাটক সাজিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার কে ফোন দিয়ে পালিয়ে যায় রেথোয়াইনু মার্মা। কিন্তু তার এ খবর এলাকাবাসীর কাছে নাটক মনে হলে তারা রেথোয়াইনুকে খুজতে থাকে।

পরে শুক্রবার সকালে রাজবিলা ইউনিয়নের থংজামা এলাকার একটি পাহাড় থেকে পাড়ার মানুষ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটকের পর পুলিশের প্রাথমাক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সে জড়িত বলে স্বীকার করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জানুয়ারী) গভীর রাতে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজামা পাড়া এলাকায় পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে অপহরনের নাটক সাজিয়ে পালিয়ে যায় ঘাতক স্বামী। পরদিন শুক্রবার সকালে এলাকাবাসী তাকে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: