সরকারি সফরে ভোলা এসেছেন বিভাগীয় বরিশালের কমিশনার: মোঃ আমিন উল আহসান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
এক সরকারি সফরে ভোলা এসেছেন বরিশাল বিভাগে নবযোগদানকৃত মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল আহসান।
বিভাগীয় কমিশনার মহোদয়কে ফুল দিয়ে ভোলায় স্বাগত জানান সম্মানিত জেলা প্রশাসক, ভোলা জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী। সকাল ১০.৩০ টায় সার্কিট হাউজে জেলা পুলিশের একটি চৌকস দল বিভাগীয় কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
মান্যবর বিভাগীয় কমিশনার, বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান সকাল ১১.৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলার সুধিজন ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এসময় ভোলার জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল মমিন টুলু, ভোলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-সেবা, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব ফজলুল কাদের মজনু মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি জনাব এম হাবিবুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।