বান্দরবান সদরে ৩টি ইউপিতে ,২টি তে স্বতন্ত্র ও ১টিতে নৌকার জয়
সোহেল কান্তি নাথ, (বান্দরবান):
বান্দরবানে সদরে ৩টি ইউনিয়নের ২টিতে স্বতন্ত্র ও ১টিতে নৌকার জয় হয়েছে। বুধবার (৫ জানুয়ারী) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট চলকালে কোথায় কোন ধরণে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিবাচনী ফলাফল অনুযায়ী ৩টি ইউনিয়নে ১টিতে আওয়ামী লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয় হয়েছে। বেসরকারী ফলাফল প্রাপ্ত বিজয়ী প্রার্থীরা হলেন কুহালং ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে মংপ্রু মার্মা ৪ হাজার ১২৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নিবাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতিক নিয়ে ক্যচিংঅং মার্মা পেয়েছে ২ হাজার ৩৭৭ ভোট।
সুয়ালক ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উক্যনু মার্মা ৩ হাজার ৩৯২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে মংমংনু পেয়েছে ২ হাজার ৮৩৯ ভোট এবং টংকাবতী ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাংয়ং (প্রদীপ) ১ হাজার ৪শ ২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে প্লুকান পেয়েছে ৯শ ১৬ ভোট।
উল্লেখ্য, ৫ম ধাপে নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয় এবং ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীদের ভোটদানের জন্য কেন্দ্রে সারিবদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে পড়ে। তবে প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটাররের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ভোট কেন্দ্র গুলোতে পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের পাশাপশি নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র্যাব, বর্ডার গার্ড ও স্ট্রাইকিং ফোর্স ছিলো সার্বক্ষনিক টহলরত। প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছেন। ভোটদান চলাকালিন সময়ে কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিকাল ৪টায় ভোট গ্রহন শেষ হওয়ার পর পরই কেন্দ্র গুলোতে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গননা শুরু হয়। চুড়ান্তভাবে ভোট গননা শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।