শ্যূটিং প্রতিযোগিতা উদ্বোধন
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
পটুয়াখালীতে তিনদিন ব্যাপী সুবর্ণজয়ন্তী শ্যূটিং প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
৬ জানুয়ারি (বৃহস্পতিবার) পটুয়াখালী জেলা রাইফেল ক্লাব এর আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.মোঃ শাহজাহান মিয়া।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আঃ মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সুমন কুমার বালা, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, পৌর মেয়রের প্রতিনিধি কাউন্সিল মোঃ দেলোয়ার হোসেন আকন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন পটুয়াখালী রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছালাম খান। উল্লেখ্য, শ্যূটিং প্রতিযোগিতয় ৮ টি উপজেলায় বালক ৫৯ জন, বালিকা ৪১ জন, অফিসিয়াল ৪০ জন ও প্রফেশনাল ২০ জন অংশগ্রহণ করেন।