জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন মুমিনুল
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যেকোনো ফরম্যাটে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে এমন দাপুটে জয়ের পর পুরো কৃতিত্ব বোলারদের দিলেন অধিনায়ক মুমিনুল হক। পাঁচ দিনে হওয়া ১৩ সেশনের ১০টিতেই এককভাবে আধিপত্য ধরে রেখেছিল টাইগাররা। তবে শুরুটা এনে দিয়েছিল বোলাররা। প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও কিউইদের বড় লক্ষ্য গড়া থেকে বিরত রাখে তারা। যার কারণে সহজ লক্ষ্য পেয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অপরাজিত কিউইদের হারের স্বাদ দিলো মুমিনুলরা।
আজ (০৫ জানুয়ারি) বুধবার মাউন্ট ম্যাঙ্গানুইয়ের বে ওভালে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আট উইকেটে জিতেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে শরিফুল ইসলাম, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে কিউইদের ৩২৮ রানে থামিয়ে দেয় টাইগাররা। এরপর ব্যাট হাতে ৪৫৮ রান তোলে তারা।
দ্বিতীয় ইনিংসেও বল হাতে একই কায়দায় বাংলাদেশ। তবে এবার বোলিংয়ে জ্বলমলে সুন্দর এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। এবাদত একাই শিকার করেন ছয় উইকেট, তিনটি করেন তাসকিন। তাতেই কিউইদের ১৬৯ রানে চেপে রাখতে সক্ষম হয় টিম টাইগার। ৪০ রানের লক্ষ্য পেয়ে জয়ও তুলে নেয় তারা।
কিউইদের মাটিতে এমন সুন্দর দিন বয়ে এনেছে বাংলাদেশ, যা এখন ইতিহাস। ১১ বছর পর এশিয়ান কোন দেশ হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় এবং পাঁচ বছর পর ঘরের মাটিতে টেস্ট হারতে বাধ্য করা বাংলাদেশ নিজেদের চিনিয়েছে নতুন করে। তবে দলের এমন জয়ে সবার অবদানের কথা স্বীকার করেন মুমিনুল। তিনি বলেন, ‘এই জয়ে দলের সবার অবদান ছিল। ম্যাচটা জেতার জন্য মুখিয়ে ছিল সবাই। তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে।’
কিউই ব্যাটারদের চেপে ধরার আসল কাজটা করেছেন বোলাররা। তাই তাদের প্রশংসা ভাসিয়ে টাইগার অধিনায়ক আরও বলেন, ‘বোলাররাই মূলত জয় এনে দিয়েছে। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে ঠিক জায়গায় বল করে গেছে। এবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য।’
সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে বাংলাদেশের জয়ের সংখ্যা নেই। ড্র করেছে একটি। নতুন ক্যালেন্ডারেও পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্ট হার দিয়ে শুরু হয় টাইগারদের চ্যাম্পিয়নশিপের লড়াই। তবে এমন জয়ে আত্মবিশ্বাস সঞ্চার হচ্ছে টাইগারদের। অধিনায়ক বলেন, ‘গত কিছু ম্যাচে আমরা ভালো খেলিনি। এই ম্যাচে আমাদের অনেক ভালো খেলতে হত। আমাদের এই জয়ের কথা ভুলে ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে।’