মাধবপুরের ইউপি নির্বাচন উপলক্ষে এসপির ব্রিফিং প্যারেড
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. এস,এম মুরাদ আলি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাধবপুর থানা পুলিশের আয়োজনে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ব্রিফিং হয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ১১টি ইউনিয়নে ১০২টি কেন্দ্র ও কেন্দ্রে আগামী ০৫ তারিখ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস,এম মুরাদ আলি, পুলিশ সুপার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শৈলেন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, মহসীন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, আবুল খায়ের, সহকারী পুলিশ সুপার, বাহুবল সার্কেল, হবিগঞ্জ।