বাগেরহাটের জেলা প্রশাসকের মহিষ খামার পরিদর্শন
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজজন খামারের উন্নয়ন প্রকল্প পরির্শন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান।
মঙ্গলবার সকালে তিনি ফকিরহাটে শুদাড়ায় অবস্থিত এই মহিষ প্রজনন খামারের বিভিন্ন উন্নয়নমূল কর্মকান্ড সরেজমিনে পরিদর্শন করেন। এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, মহিষ উন্নয়ন প্রকল্পের (২য় র্পায়) প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মহসিন তরফতার রাজু, মহিষ প্রজনন খামারের সহকারী পরিচালক ডাঃ মোঃ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষ জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, “দেশের একমাত্র মহিষ প্রজজন খামারের উন্নয়নে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছে।প্রকল্পের কাজ শেষ হলে এই মহিষ প্রজজন খামারের ব্যপক উন্নয়ন হবে।”