শিরোনাম

South east bank ad

লঞ্চে আগুনের দায়িত্ব অবহেলায় পদ পরিবর্তন

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সিভিল সার্জন (সিএস) ডা. রতন কুমার ঢালীকে ওএসডি করে ওই পদে ডা. মোহাম্মদ শিহাব উদ্দিনকে পদায়ন করা হয়েছে। গত ২জানুয়ারী স্বাস্থ্য অধিদপ্তর এ আদেশ জারী করেন।

জানাগেছে, ঢাকা-বরগুনা রুটের অভিযান-১০ নামক যাত্রীবাহী লঞ্চে আগুন লেগে শতাধিক হতাহতের ঘটনা ঘটে। ওই সময় বিনা ছুটিতে কর্মস্থল ত্যাগ করে ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালী দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী'কে স্বাস্থ্য অধিদপ্তরে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

ঢাকায় যোগদানের জন্য ৪ জানুয়ারী তিনি ঝালকাঠি ত্যাগ করে ৫জানুয়ারী যোগদান করবেন বলে জানিয়েছেন ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস।

অপরদিকে ঝালকাঠিতে নতুন সিভিল সার্জন হিসেবে ডা. মোহাম্মদ শিহাব উদ্দিনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২ জানুয়ারি )স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: