কুমিল্লায় ট্রলার ডুবে শিশুসহ লাশ হলেন ৩ জন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে দুই শিশু ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো একজন নিখোঁজ।
মৃতদের মধ্যে তাৎক্ষণিক মরিয়ম নামে এক শিশুর পরিচয় জানা গেছে। বাকি দুইজন ও নিখোঁজ একজনের পরিচয় জানা যায়নি।
সোমবার দুপুর পৌনে ২টায় ঐ উপজেলার লুটেরচর এলাকা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু ও একজন নিখোঁজ। বাকি সাতজন নদী সাঁতরে তীড়ে উঠতে সক্ষম হয়েছেন।
ঘটনাস্থলে থাকা কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।