ফুলবাড়িয়ায় সর্ববৃহৎ ঈদগাহ মাঠের কমিটি গঠিত
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের দক্ষিণে (ফুলবাড়িয়া) সর্ববৃহৎ ঐতিহ্যবাহী কৈয়ারচালা, ভালুকজান, চাঁদপুর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে কৈয়ারচালা হতে সভাপতি ফুলবাড়িয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো: আব্দুল মান্নান সরকার, ভালুকজান হতে সাধারণ সম্পাদক, ফুলবাড়িয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর সভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বারেক এবং চাঁদপুর হতে ক্যাশিয়ার নির্বাচিত সাকের আহমদ মনোনিত হয়েছেন।
কমিটির সভাপতি মো: আব্দুল মান্নান সরকার জানান, ঐতিহ্যবাহী ঈদগাহ কমিটি তিন বছর অন্তর অন্তর হয়ে থাকে। যেহেতু ৩টি গ্রামের সমন্বয়ে এ মাঠটি পরিচালিত হয়, সেহেতু একেক বার একেক গ্রাম থেকে সভাপতি, সেক্রেটারি ও ক্যাশিয়ার নির্বাচিত হয়ে থাকে। আমি এর আগেকার কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এখন আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এর আগে চাঁদপুর হতে জামাল উদ্দিন সরকার সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত কমিটির সদস্য সংখ্যা ছিল ১০৭ জন, এবার কত সদস্য পূর্ণাঙ্গ কমিটি হবে তা এখনো পরিস্কার বুঝা যাচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে আহ্বায়ক কমিটি। তবে আমার নেতৃত্বাধীন যে কমিটি গঠিত হচ্ছে সেই কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের কাছে সার্বিক দোয়া ও সহযোগিতা চাই।