গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন
মেহের মামুন, (গোপালগঞ্জ):
করোনা মহামারির কারনে বই উৎসব না হলেও গোপালগঞ্জে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরন করা হয়েছে।
শনিবার (০১ জানুয়ারী) দুপুরে বীণাপাণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি চৌধূরী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মামুন খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, বীণাপাণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আকতার উপস্থিত ছিলেন।
পরে এসএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ হাসিনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে বই বিতরন করা হয়।