বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতি সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোশাররফ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, মাহফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, কোষাধ্যক্ষ মোল্লা মাসুদুল হক, সাংবাদিক ইয়ামিন আলী, নকিব সিরাজুল হক, এস এম সামছুর রহমান, মীর জায়েসী আশরাফি জেমস প্রমুখ। এছাড়া প্রেসসক্লাবের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২০২১ সালের বিভিন্ন কর্মকান্ড ও ২০২২ সালের কর্ম পরিকল্পনাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।