বান্দরবানে পুনরায় ভোট গুনতে প্রার্থীর আবেদন
সোহেল কান্তি নাথ, (বান্দরবান):
সম্প্রতি অনুষ্ঠিত বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন সাধারণ ওয়ার্ডের প্রার্থী। ক্যচুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুষ্টু নির্বাচন হলেও প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোট গণনায় কারচুপির মাধ্যমে ওই প্রার্থীকে হারানো হয় বলে জেলা নির্বাচন অফিসার বরাবরে করা আবেদনে উল্লেখ করেছেন।
আবেদনে পরাজিত প্রার্থী উম্যামং মারমা অভিযোগ করেন, ২৬ ডিসেম্বর তার কেন্দ্রের জনগণ স্বতস্ফূর্তভাবে এবং শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কিন্তু প্রিজাইডিং অফিসার আলো স্বল্পতার অজুহাতে প্রতিদ্বন্ধী প্রার্থীর এজেন্টের কাছ থেকে অলিখিত ফলাফল বিপরণীতে দস্তখত নেন। এছাড়াও ভোট গণনাকালে প্রিজাইডিং অফিসার তালা প্রতিকের সীল মারা একাধিক ব্যালেট পেপার বাতিল ঘোষনা করেন।
উম্যামং মারমা অভিযোগ করে আরো বলেন, “ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসার কারচুপির আশ্রয় নিয়ে বৈধ ভোট ৩৩২ এর সাথে অবৈধ ১০ ভোট যোগ করতে গিয়ে ৩৪৩ উল্লেখ করেছেন। এই অবস্থায় বলিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ক্যচু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সাধারণ ওয়ার্ডের ভোট পুন: গণনার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবী জানিয়েছেন। ”
অভিযোগের বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা উপজেলা সমাজ সেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো: পারভেজ ভুঁইয়া বলেন“ ভোট গনণার সময় মোট ৩৩২এর সঙ্গে অবৈধ ১০ ভোট যোগ করতে গিয়ে ভুলক্রমে ৩৪৩লিখা হয়েছিল। তবে কারচুপিসহ অন্য অভিযোগগুলো সত্য নয়। ওই প্রার্থী ভোট পুন: গনণার জন্য আবেদন করেছেন।”