বগুড়ায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় চার দিনের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে চারদিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, বই মনের গহীনে আলোকপাত করে সব অন্ধকার দূর করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা সৌভাগ্যবান। ২০০ বছরের পুরোনো এই শহরে অত্যন্ত সমৃদ্ধশালী একটি লাইব্রেরি রয়েছে। তোমরা সেখানে যাবে। বই পড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় আরো ছিলেন উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তা।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বগুড়া জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। মেলায় ৩০টি স্টল বসানো হয়েছে।
এ সময় বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, কারণ জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বইয়ের বিকল্প নেই। এ জন্য বইমেলার এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয় বর্তমান যুগে সবাই সামাজিক যোগাযোগমুখী হয়ে গেছে। এখনকার শিশুকিশোররা বই বিষয়টি থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু সুন্দর সমাজ গড়ে তোলার জন্য বইমুখী হওয়া প্রয়োজন বলে জানান জেলা পুলিশ সুপার।
আলোচন সভার আগে সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা প্রশাসন। মেলায় শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ খোকন পার্কে বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।