শিরোনাম

South east bank ad

চুনারুঘাটে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদযাপন

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

আনন্দ-মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

বুধবার (২৯নভেম্বর) বেলা ১১টায় চুনারুঘাট উপজেলার এনামুল হক মোস্তফা শাহীদ অডিটোরিয়ামে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, আবিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সামছুল হক সহ আরো অনেকেই।

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তির উন্নয়ন হচ্ছে। বিজ্ঞান ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। বর্তমান সরকার বিজ্ঞান প্রযুক্তিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে ছেলেমেয়েদের ছোটবেলা থেকে ধারণাটাই পাল্টে যাচ্ছে। আয়োজিত মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ টি স্টল অংশগ্রহন করে। এতে ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত বিভিন্ন ধরণের প্রজেক্ট প্রদর্শন করেন। অতিথিবৃন্দ মেলার সকল স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দশনা দেন।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: