শিরোনাম

South east bank ad

নৌ পরিবহন তদন্ত কমিটির পরিদর্শনের ৬ষ্ঠ দিন ও ২মরদেহ উদ্ধার

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

ঝালকাঠিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অভিযান-১০ লঞ্চ পরিদর্শন করেছেন নৌ-পরিবহন অধিদপ্তরের তদন্ত দল। বুধবার সকাল ১০টারদিকে তারা পরিদর্শন করেন এবং স্থানীয় বিভিন্ন প্রত্যক্ষদর্শীর স্বাক্ষাতকার নেন। অপরদিকে সকাল সাড়ে ৮টায় মহিলার মরদেহ এবং সাড়ে ১০টায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এজেডএম জালাল উদ্দিন স্বাক্ষরিত একপত্রে তদন্ত কমিটির প্রধান ইঞ্জিনিয়ার শীপ সার্ভে এন্ড এক্সামিনার মো. আরাফাত হোসেনের নেতৃত্বে ৪সদস্যের তদন্ত দল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত লঞ্চটি ঘুরে দেখেন। পরে প্রত্যক্ষদর্শীদদের সাক্ষ্য গ্রহণ করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, মেরিন সেফটির স্পেশাল অফিসার সৈয়দ মোরাদ আলী, অভ্যন্তরীন জাহাজ পরিদর্শনালয়ের পরিদর্শক মো. মিলন মোল্লা, আঞ্চলিক নৌযান রেজিস্ট্রেশন ও পরিদর্শন অফিসের পরিদর্শক মো. রানা মোস্তফা।

মহাপরিচালকের পত্রে দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, আইএসও'৭৬ যে সকল ধারা লঙ্ঘন করায় দুর্ঘটনার কারণ শনাক্তকরণ, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি/সংস্থাকে শনাক্তকরণ, একই জাহাজ ইতিপুর্বে দুর্ঘটনায় পড়েছিলো কিনা, ইতিপুর্বে দুর্ঘটনায় পড়ে থাকলে কি উপায়ে উদ্ধার এবং কিভাবে সচল করা হয়েছিলো, ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঘটলে কিভাবে তা রোধ করা যায় তার সুপারিশসসহ ৩দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

সৈয়দ মোরাদ আলী জানান, নৌ-পরিবহন অধিদপ্তর থেকে তদন্তের দায়িত্ব দিয়েছে। ৩দিদিনের মধ্যে আমাদের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দিয়েছে। আমরা তদন্ত করছি, সম্পনান হলে অধিদপ্তরে প্রতিবেদন দেয়া হবে।

তিনি আরো জানান, যে কোন নৌ-দুর্ঘটনা ঘটলেই নৌ অাদালতে মামলা হয়। এখানের বিষয়েও একটি মামলা হয়েছে। তাই আমরা তদন্তে আসছি।

অপরদিকে বুধবার সকালে ঝালকাঠির বিষখালী নদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া গেছে। সকাল সাড়ে ৮ টায় বিষখালী নদীর তীরে চরে আটকে থাকা একটি মহিলার লাশ ও নাপিতেরহাট এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে একযুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পৃথক সময়ে ঘটনা স্থলে পৌছে অজ্ঞাত পরিচয়ের দুজনের মৃতদেহ ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।এনিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৪৫ জনে।

ফায়ারসার্ভিসের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক কোবাদ আলী সরকার জানান, “সকাল সাড়ে ৮টায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে একযুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকেরই বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫বছরের মধ্যে। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পরে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। নৌ-পুলিশ ও কোস্টগার্ডও উদ্ধার অভিযানে তৎপরতা চালায়। ”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: