অভিযান ১০ লঞ্চের মালিকসহ ২০ জনের নামে মামলা
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
গত শুক্রবার ভোরে ঝালকাঠির সুগন্ধ্যা নদীতে যাত্রীবাহী অভিযান লঞ্চে অগ্নিকাণ্ড এবং অর্ধশতাধিক নিহতের ঘটনায় ঝালকাঠি থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ ও লঞ্চেরে স্টাফসহ আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জন লঞ্চের কর্মচারীকে আসামি করা হয়েছে।
স্বজনহারা ঢাকার ডেমরার বক্সনগর এলাকার বাসিন্দা মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তার বোন তাসলিমা আক্তার, ভাগ্নি সুমাইয়া আক্তার, সুমনা আক্তার তানিসা ও ভাইয়ের ছেলে জুনায়েদ ইসলাম পুড়ে যাওয়া লঞ্চের মধ্যে ছিল। তঁারা সবাই নিখোজ রয়েছে।
এদিকে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাপিয়ে পড়াদের খুঁজতে কোস্ট গার্ড , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছে।
ঝালকাঠি থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক আব্দুল মালেক জানান, দণ্ডবিধির ২৮০,২৮৫,২৮৭,৩০৪(ক), ও ১০৯ ধারায় মামলাটি রেকর্ড করা হয়।
ঝালকাঠি থানার মামলা নং ১২ তারিখ ২৭/১২/২০২১ । আসামীরা হলেন লঞ্চের অন্যতম মালিক হামজালাল শেখ, দুই মাস্টার রিয়াজ সিকদার ও মোঃ খলিল, দুই ড্রাইভার মাসুম ও কালাম, সুপারভাইজার আনোয়ার, সুকানী আহসান ও কেরানী কামরুল ।
মামলায় বেপরায়া জাহাজ চালানো, দহনশীল দ্রব্য নিয়ে বেপরোয়া জাহাজ চালানো এবং অবহেলায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে ।