সিজারিয়ান অপারেশন নবজাতকের মাথার একপাশে কাটার অভিযোগ
জাহিদুল ইসলাম খান, (ভালুকা):
প্রসূতির সিজারিয়ান অপারেশন করতে গিয়ে নবজাতকের মাথা কেটে ফেলার অভিযােগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। ঘটনাটি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘খােদেজা হালিম হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে।
গত (২৬ ডিসেম্বর) রােববার সকালে প্রসূতি মায়ের সেলাই কাটার পর পেট ফুলে যাওয়ায় তাকে ফের ওই ক্লিনিকে আনা হয়।স্থানীয় একাধিক ও প্রসূতির পরিবার সূত্রে।জানা যায়, উপজেলার কাইচান গ্রামের আশরাফুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বর্ণার (১৮) প্রসবব্যথা শুরু হলে তাকে ১৯ ডিসেম্বর খােদেজা হালিম হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে আনা হয়।ক্লিনিক কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে প্রসূতির অপারেশন করার পরামর্শ দেন।
ক্লিনিকের মালিক ডা, ইমরুল কায়সারের স্ত্রী।ময়মনসিংহ মেডিকেল কলেজের কিডনি ইউনিটে কর্মরত ডা, আয়েশা তাইয়েবা ওই দিন বিকালে প্রসূতি স্বর্ণার সিজারিয়ান অপারেশন করেন। তবে অপারেশনকালে নবজাতকের মাথার একপাশ কেটেফেলেন। পরে নবজাতক ও তার মাকে ওই ক্লিনিকে ভর্তি রাখা হয়।
খােদেজা হালিম হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ডা. কায়সার আহাম্মেদ জানান, তার স্ত্রী ডা. আয়েশা তাইয়্যেবা প্রসূতি স্বর্ণার অপারেশনটি করেছেন। অপরেশনে। ত্রুটিবিচ্যুতি তাে হতেই পারে। সেলাইয়ের সমস্যার কারণে আমরা প্রসূতিকে আমাদের হাসপাতাল থেকেই চিকিৎসা দিচ্ছি। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা,নজরুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নাই। জেনে ব্যবস্থা নেবেন।