জয়নাল হাজারীর মৃত্যুতে রেলমন্ত্রীর শোক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ জয়নাল আবেদীন হাজারী (৭৬) সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসের সংক্রমণসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।