বগুড়ার ১৩ ইউনিয়নের মধ্যে ১০টিতে নৌকার ভরাডুবি
প্রদীপ মোহন্ত, (বগুড়া)
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজহার আলীর ভোট পেয়েছেন মাত্র ১১২। ৯টি কেন্দ্রে তিনি এই পরিমাণ ভোট পেয়েছেন।
চতুর্থ ধাপে রবিবার (২৬ ডিসেম্বর) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ১নং ওয়ার্ডে (থিয়ট) ৪ ভোট, ২নং ওয়ার্ডে (রাজবাটী) ২৬ ভোট, ৩নং ওয়ার্ডে (মাঝপাড়া) ১৪ ভোট, ৪নং ওয়ার্ডে (পিলকুঞ্জ মাদ্রাসা) ১ ভোট, ৫নং ওয়ার্ডে (পিলকুঞ্জ বিদ্যালয়) ৫ ভোট, ৬নং ওয়ার্ডে (কণিপাড়া) ১১ ভোট, ৭নং ওয়ার্ডে (তিনদিঘী) ৩৭ ভোট, ৮নং ওয়ার্ডে (কাউড়া) ৩ ভোট এবং ৯নং ওয়ার্ডে (পাঁচগ্রাম) ১১ ভোট পেয়েছেন।
এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীক নিয়ে জুবায়দুর রহমান সবুজ ৪ হাজার ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৬টি। অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হান্নান টেলিফোন প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩ হাজার ৮৩টি। আর আনারস প্রতীক নিয়ে রুবেল হোসেন ভোট পেয়েছেন ১ হাজার ৬৪৪টি।
স্বতন্ত্র প্রার্থী শাজাহান আলী ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৫৩টি। স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম আলী সরদার মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭০৩টি।
এদিকে চতুর্থ ধাপে বগুড়ায় তিনটি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৩টির মধ্যে মাত্র ৩টি ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। আর বিএনপি সমর্থন করা স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি ইউনিয়নে। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২টিতে এবং অপর একটিতে জামায়াতের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রবিরাত রাতে জেলা নির্বাচন অফিস সূত্রে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পাওয়া যায়।
নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নন্দীগ্রাম সদর ইউনিয়নে বিএনপির সমর্থক রেজাউল করিম কামাল আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদুল বারী নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। থালতা মাঝগ্রাম ইউনিয়নে বিএনপির সমর্থক আব্দুল মতিন নির্বাচিত হয়েছেন। ভাটগ্রাম ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে জামায়াত নেতা আব্দুল জলিল, নারহট্ট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুর রহিম, কাহালু সদরে আওয়ামী লীগের বিদ্রোহী পিএম বেলাল, জামগ্রামে আওয়ামী লীগের মনোয়ার হোসেন, পাইকড়ে আওয়ামী লীগের মিঠু চৌধুরী, মালঞ্চায় বিএনপির নেছার উদ্দিন, কালাইয়ে বিএনপির জোবাইদুল হোসেন সবুজ, বীরকেদারের বিএনপির সেলিম উদ্দিন।
এছাড়াও বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে বিএনপির আতিকুর রহমান আতিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এরমধ্যে বগুড়া সদরের এরুলিয়ায় ইভিএম পদ্ধতিতে ভেট গ্রহণ করা হয়।