ঝালকাঠির বিশখালী নদী থেকে লাশ উদ্ধার
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চতুর্থদিনে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বিষখালি নদীর নাপিতেরহাট এলাকায় লাশটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম। তিনি জানান, আমরা একটি লাশ উদ্ধার করে ঝালকাঠি সদরে নিয়ে যাচ্ছি।
গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। নিখোঁজ আছে শতাধিক। আর আহত অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।