ইউপি নির্বাচনে জনমতে এগিয়ে যাঁরা
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দশ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে আজ রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি পরিষদ নির্বাচন। অবাধ, সুষ্ঠ, নিরপক্ষ ও একটি গ্রহনযোগ্য ইউপি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে মইলাকান্দা ও সিধলা ইউনিয়নে দায়িত্ব পালন করছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ। অচিন্তপুর ও গৌরীপুর ইউনিয়নে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজিমুল ইসলাম। মাওহা ও সহনাটি ইউনিয়নে উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। বোকাইনগর, ডৌহাখলা ও রামগোপালপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার। ভাংরামারী ইউনিয়নে মোঃ আশরাফুল ইসলাম।
উপজেলার ১০ ইউনিয়নে সরজমিনে মানুষের জনমত জরিপে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে যাঁরা এগিয়ে আছেন তাঁদের নাম ইউনিয়ন ভিত্তিক দেয়া হল-
১ নং মইলাকান্দা : এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট তিন জন প্রার্থী। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জোসেফ উদ্দিন জর্জের (নৌকা) প্রতীকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বর্তমান টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ রিয়াদুজ্জামান রিয়াদের (আনারস)। অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীনুর ইসলাম (ঘোড়া)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭৬১ জন ও ভোট কেন্দ্র ১০টি।
২নং গৌরীপুর : এ ইউনিয়নে মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে ভোট যুদ্ধ হবে দ্বি-মুখী। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়রত আলী (নৌকা) এগিয়ে রয়েছেন। হয়রত আলীর সঙ্গে ভোটের লড়াই হবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুইবারের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের (ঘোড়া)। এখানে অপর দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলেন- মোঃ তোফাজ্জল হোসেন (আনারস) ও মাহবুবুর রহমান (মটর সাইকেল)।এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৫৭৭ জন ও ভোট কেন্দ্র হচ্ছে ১০টি।
৩ নং অচিন্তপুর : এ ইউনিয়নে মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে ভোট যুদ্ধ হবে ত্রি-মুখী। এখানে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোছাঃ জাহানারা বেগম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোঃ জায়েদুর রহমান (মটর সাইকেল) ও সাবেক ছাত্রদল নেতা মোঃ ওবায়দুল্লাহ সুমনের (চশমা) মাঝে ভোটের লড়াই হবে। অপর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বদরুল ইসলাম রুয়েল (আনারস) ও আওয়ামী লীগ নেতা মোঃ দুলাল ফকির (ঘোড়া)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯১৫ জন ও ভোট কেন্দ্র ৯টি।
৪ নং মাওহা : এ ইউনিয়নে মোট ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে ভোট যুদ্ধ হবে ত্রি-মুখী। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন (চশমা) ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোহাম্মদ আল ফারুকের (ঘোড়া) মাঝে ভোটের লড়াই হবে। অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ নেতা দেওয়ান খসরুজ্জামান খান (আনারস), গোলাম মোহাম্মদ (মটর সাইকেল), মোঃ আব্দুল মান্নান (টেবিল ফ্যান) ও মোঃ সাইফুল ইসলাম (অটোরিকশা)। এখানে মোট ভোটার হচ্ছে ২১ হাজার ৭৩১ জন ও ভোট কেন্দ্র ১১ টি।
৫ নং সহনাটি : এ ইউনিয়নে মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে ভোট যুদ্ধ হবে ত্রি-মুখী। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল (নৌকা), জাতীয় পার্টির নেতা মোঃ শামসুজ্জামান (লাঙ্গল) ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা মোঃ দুলাল আহমেদের (চশমা) ভোটের লড়াই হবে। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন মোঃ আব্দুল মান্নান (গোলাপফুল), মোঃ হান্নান (হাতপাখা) ও হারুণ অর রশিদ (ঘোড়া)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ১২৩ ও ভোট কেন্দ্র ৯ টি।
৬ নং বোকাইনগর : এ ইউনিয়নে মোট ৬ জন চেয়াম্যান প্রার্থীর মাঝে ভোটের লড়াই হবে ত্রি-মুখী। এখানে সাবেক ভিপি বর্তমান চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ (নৌকা), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আল মুক্তাদির (ঘোড়া) ও বিএনপি নেতা মোঃ হাবিবুল ইসলাম খানের (চশমা) মাঝে ভোট যুদ্ধ হবে। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন মোঃ নওয়াব উদ্দিন খান পাঠান (আনারস) ও মোঃ কামাল উদ্দিন লিটন (মটর সাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৭৬ জন ও ভোট কেন্দ্র ১১টি।
৭ নং রামগোপালপুর : এ ইউনিয়নে মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে ভোটের লড়াই হবে ত্রি-মুখী। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম (নৌকা), আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি (আনারস) ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম শিকদারের (চশমা) মাঝে ভোট যুদ্ধ হবে। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন মোঃ নজরুল ইসলাম (ঢোল), মোঃ আহাম্মদ আলী (মটর সাইকেল), যুবলীগ নেতা শাহ সৈয়দ আশরাফুল আলম (ঘোড়া), মোঃ আব্দুল মান্নান (টেবিল ফ্যান), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূইয়া ( অটোরিকশা) ও মোঃ সোহেল মিয়া (টেলিফোন)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৫২১ জন ও ভোট কেন্দ্র ১১ টি।
৮ নং ডৌহাখলা : এ ইউনিয়নে মোট ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে ভোট যুদ্ধ হবে দ্বি-মুখী। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান শহীদুল হক সরকারের (নৌকা) ও কাইয়ূমের সঙ্গে ভোটের লড়াই হবে। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন মোঃ আবুল হাসিম (মটর সাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৬ জন ও ভোট কেন্দ্র ৯ টি।
৯ নং ভাংনামারী : এ ইউনিয়নে মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে ভোট যুদ্ধ হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম আকন্দ (নৌকা), মোঃ নেজামুল হক (আনারস), সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা (মটর সাইকেল) ও সাংবাদিক মোঃ আমান উল্লাহ আকন্দ (টেলিফোন)। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- মোঃ রহমত উল্লাহ (চশমা), মোঃ সাবিকুর রহমান (অটোরিকশা)। এখানে ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৫৪ জন ও ভোট কেন্দ্র ১০ টি।
১০ নং সিধলা : এ ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিন বারের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন (নৌকা), শেখ শামছ উদ্দিন (চশমা), আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান (মটর সাইকেল) ও একদিল হোসেন তালুকদারের (আনারস) মাঝে ভোট যুদ্ধ হবে। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- মোঃ নজরুল ইসলাম (অটোরিকশা), মোঃ শফিকুল ইসলাম (টেবিল ফ্যান), আবু হানিফ (ঘোড়া), মোঃ আব্দুস সালাম (লাঙ্গল), মোঃ আতাউর রহমান (হাত পাখা), মোঃ ইকবাল হোসেন তালুকদার (ঢোল) ও মোঃ শাহজাহান কবীর (সিংহ)।
এখানে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন ও ভোট কেন্দ্র ৯টি।