বগুড়ার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ আজ
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর বগুড়ার তিন উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।
১৩টি ইউনিয়নের মধ্যে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। অন্য ১২টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে নন্দীগ্রামের চারটি ইউনিয়ন হলো নন্দীগ্রাম সদর, ভাটরা, থালতা মাজগ্রাম, ভাটগ্রাম ইউনিয়ন।
নির্বাচনে চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৬জন ও সাধারণ সদস্য পদে ১২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৪জন, বিএনপি সমর্থিত ৭জন, জামায়াত সমর্থিত ১ জন ছাড়াও বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে আছেন।
কাহালু উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে কাহালু সদর, নারহট্ট, পাইকড়, বীরকেদার, কালাই, মুরইল, মালঞ্চা ও জামগ্রামে নির্বাচন হবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯৭ ও সাধারণ মেম্বার পদে ২৫০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আট ইউনিয়নে ভোটার সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৪৩৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৩৫০ জন ও মহিলা ভোটার ৭৫ হাজার ৮৬ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, শনিবার বগুড়ার ১৩টি ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক জানান, ১৩টি ইউনিয়নের নির্বাচনে প্রতিটিতে এক জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃখলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। বিজিবি, র্যাবের টহলের পাশাপাশি থাকবে পুলিশ সদস্যরা। ভোট কেন্দ্রে পুলিশ ছাড়াও থাকবে আনসার বাহিনী।
এমএফ