নাবিলের শতকে যুবা টাইগারদের রান পাহাড়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যুব বিশ্বকাপের আগে এশিয়া কাপটা হওয়ায় তা ক্রিকেটারদের প্রস্তুতির জন্য ভালোই হয়েছে। তাইতো দেশ ছাড়ার আগে বেশ আশার কথা শুনিয়ে গিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান। সেটিরই যেন প্রতিদান এরই মধ্যে রাখতে শুরু করেছে যুবা টাইগাররা।
আজ (২৪ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। জেতার জন্য নেপালের সামনে টার্গেট ২৯৮ রান।
টাইগারদের পক্ষে সর্বোচ্চ ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন প্রান্তিক নওরোজ নাবিল। তার অপরাজিত ১১২ বলের ইনিংসটিতে ছিল ১১টি চার ও ১টি ছক্কার মার। এছাড়া মোহাম্মদ ফাহিম ৫৮, ইফতেখার হোসেন ইফতি ২১, মোহাম্মদ মাহফিজুল ইসলাম ১৭, আইচ মোল্লা ২২ ও এস এম মেহরব হোসেন ২১ রান করেন।
/জেটএন/