শিরোনাম

South east bank ad

রাজশাহীতে নকল প্রসাধনী সামগ্রীসহ তিনজন গ্রেপ্তার

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল,(রাজশাহী):

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী তৈরির বিভিন্ন সামগ্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর বাজার এলাকায় অভিযান চালিয়েত তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের নূর মোহাম্মদ (৩০), মো. রোস্তম ওরফে রাজু (২৮) ও মোস্তাকিন আলী (২২)। এদের মধ্যে মোস্তাকিন ও রোস্তম দুই ভাই। শুক্রবার সকালে নিজ কার্যারয়ে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এসপি বলেন, বিভিন্ন কোম্পানির নাম নকল করে এ তিনজন ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। অভিযানে নকল প্রসাধনী তৈরীর মেশিন, ব্লেন্ড করার মেশিন, ভেজাল সাদা ক্রীম জাতীয় পদার্থ, ২০ লিটার তরল কেমিক্যাল, ১০ কেজি জেল জাতীয় সাদা ক্রীম, ২০ কেজি পাউডার জাতীয় পদার্থ, ‘লতা হারবাল’ নামের দেড় হাজার প্যাকেট এবং দুই হাজার পিস প্লাষ্টিকের কৌটা জব্দ করা হয়েছে।

এসপি আরও জানান, গ্রেপ্তার তিনজন জিজ্ঞাসাবাদে নকল প্রসাধনী তৈরির কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, এসব ভেজাল প্রসাধনী ঢাকার চকবাজারসহ দেশের বিভিন্ন মার্কেটে তাঁরা বিক্রি করতেন।

এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: