ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুনে মৃত্যু বেড়ে ১৩
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। প্রথমে দুই যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু পাওয়া গেছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, এমভি অভিযান-১০ নামে যাত্রীবাহী লঞ্চটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াকুল নামক স্থানে হঠাৎ করেই চলন্ত লঞ্চে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় নদীতে লাফ দিয়ে জীবন বাঁচায় অনেকে। সেই সঙ্গে দগ্ধ হয়েছে বহু মানুষ। ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
/জেটএন/