গৌরীপুরে ভোট চাইতে গিয়ে সাবেক চেয়ারম্যান লাঞ্ছিত!
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে অচিন্তপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ ওবায়দুল্লাহ সুমনের চশমা প্রতীকের প্রচারণায় গিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার লাঞ্ছিত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ ইউনিয়নের ছিলিমপুর গ্রামে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী জায়েদুর রহমানের মটর সাইকেল প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটায়।
বৃহস্পতিবার রাতে প্রার্থী শাহ মোঃ ওবায়দুল্লাহ সুমন নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরে বলেন, বৃহস্পতিবার বিকেলে অচিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার আমার চশমা প্রতীকের ভোট চাইতে ইউনিয়নের ছিলিমপুর গ্রামে গেলে জায়েদুর রহমানের সমর্থকরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে চারদিক থেকে ঘিরে হামলা তাকে লাঞ্ছিত করে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এই ঘটনা ঘটিয়েছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার বলেন, সুমনের চশমা প্রতীকের প্রচারণার সময় চেয়ারম্যান প্রার্থী জায়েদুর রহমানের দুই ভাইসহ তাদের সহযোগীরা আমাকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্বাচনী প্রচারণা করতে নিষেধ করে। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।
এ ঘটনায় জায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার গ্রামে গিয়ে সুমনের পক্ষে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে আমার সমর্থকরা তাকে এসব কাজ করতে নিষেধ করে, চলে যেতে বলে। হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ সাংবাদিকদের বলেন শাহ মোঃ ওবায়দুল্লাহ সুমনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
/জেটএন/