শিরোনাম

South east bank ad

বান্দরবানে লামায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান):

বান্দরবানের লামায় প্রবাসীর গর্ভবতী স্ত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) গভীর রাতে জেলার লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের বৈদ্য ঘোনা এলাকায় এই ধর্ষনের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাত আড়াইটার দিকে কিছু দুর্বৃত্ত প্রবাসীর স্ত্রীর বাসায় প্রবেশ করে তার ১১ বছর বয়সী ও ৬ বছর বয়সী ২ সন্তানকে বেঁধে রেখে স্ত্রীকে রাতভর ধর্ষণ করে এবং পরে প্রবাসীর স্ত্রীকে খুটির সাথে বেঁধে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ওই মহিলাকে মারধরও করা হয় এবং ঘরের জিনিসপত্র লুট করা হয়।

পরে ভোরবেলা পাশের বাড়ীর মহিলা টিউবওয়েলে পানি আনতে গেলে প্রবাসীর ঘরের বাচ্চাদের কান্না শুনে জানালা দিয়ে কথা বলে জিজ্ঞেস করলে বাচ্চারা বলে রাতের বেলা তাদেরকে বেঁধে রেখে তাদের মাকে মারধর করে কিছু লোক। পরে ওই মহিলা ঘরের উঠানে একটি খুটির সাথে প্রবাসীর স্ত্রীকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করে। ওই মহিলার স্বামী সৌদিয়ায় থাকে বলে জানা গেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান প্রবাসীর স্ত্রীকে বেধে রেখে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে জানতে পারি। ওই মহিলা ৬ মাসের গর্ভবতী। তার স্বামী সৌদিয়ায় থাকে। মহিলাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পক্রিয়া চলছে।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: