আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা অনলাইন ফরম পূরণে করণীয়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এর ৯৩তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা (JAIBB এবং DAIBB আগামী ১৮ ও ২৫ ফেব্রুয়ারি এবং ০৪ মার্চ ২০২২ তারিখে ঢাকা মহানগরীসহ দেশের নির্ধারিত বিভাগীয়/ জেলা সদরে অনুষ্ঠিত হবে। ৯৩তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার ফরম Online এর মাধ্যমে Submission করতে হবে। পরীক্ষার ফিস Online এর মাধ্যমে (Sonali Bank Account Transfer, Mobile Banking (bkash, Nagod) ও Card এর মাধ্যমে প্রদান করতে হবে।
Online এর মাধ্যমে ফরম Submission আগামী ২৬-১২-২০২১ তারিখ থেকে শুরু হবে এবং ১০-০১-২০২২ তারিখ পর্যন্ত চলবে। উক্ত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থীদের সুবিধার্থে নিম্নে আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা অনলাইন ফরম পূরণে করণীয় সমূহ তুলে ধরা হলো-
১. পরীক্ষার্থীগণকে IBB এর অফিসিয়াল Web-site (www.ibb.org.bd) এ গিয়ে অপশনে ক্লিক করতে হবে।

২. পুরাতন Enrolment No. ধারী পরীক্ষার্থীগণকে নিজেদের Account এ প্রবেশ বা ৯৩তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রথমে Set Password (for old member) এ ক্লিক করে Password Set করে নিতে হবে। Set Password (for old member) এ ক্লিক করে পরীক্ষার্থীর নিজেন নাম, পিতার নাম (পূর্বের এন্ট্রি ফরমে যেভাবে পরীক্ষার্থী দিয়েছিলেন সেইভাবে দিতে হবে। উল্লেখ্য যে, নিজের নাম ও পিতার নাম আইবিবি ডাটাবেজের সাথে না মিললে Set Password সম্ভব হবে না। সেক্ষেত্রে, প্রদত্ত নিজের ও পিতার নামে সংশয় থাকলে আইববিতে Email [[email protected]] অথবা টেলিফোন এর মাধ্যমে জেনে নিবেন।), মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল এ্যাড্রেস দিয়ে আপনার পছন্দমত পাসওয়ার্ড সেট করে Confirm Password করে Set Password বাটনে ক্লিক করলে আপনার জন্য ১টি Password তৈরী হবে। Password টি আপনার সরবরাহকৃত ই-মেইল এ্যাড্রেস ও মোবাইল নম্বরে সয়ংক্রীয়ভাবে পাঠানো হবে। পরীক্ষার্থীর Set Password সম্পন্ন হলে নিজেদের Account এ প্রবেশ বা ৯৩তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য Enrolment নং এবং Password দিয়ে Sign In করতে হবে।

অপরদিকে, নতুন পরীক্ষার্থীগণকে Apply Now (For New Member) অপশনে ক্লিক করতে হবে। নতুন পরীক্ষার্থীদের জন্য Set Password এর প্রয়োজন নাই।

(বিঃ দ্রঃ – যে সমস্ত পরীক্ষার্থী ইতিপূর্বে পরীক্ষা দেয়ার জন্য আইবিবিতে এন্ট্রি ফরম পাঠিয়েছিলেন কিন্তু কখনো কোন পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই তারাও পুরাতন পরীক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন। সে সমস্ত পরীক্ষার্থী নতুন পরীক্ষার্থী হিসেবে Apply করতে পারবেন না। কোন পরীক্ষার্থী তার Enrolment No. ভূলে গেলে আইবিবিতে Email ([email protected]) অথবা টেলিফোন এর মাধ্যমে Enrolment No. সংগ্রহ করা যাবে।)
৩. Apply Now (For New Member) বা Sign In করলে পরীক্ষার্থীগণ তাদের নিজেদের তথ্য পূরণের ফরম পাবেন। পরীক্ষার্থীরা তাদের ব্যক্তিগত তথ্য, ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্রের ছবি, ঠিকানা, কর্মক্ষেত্রের তথ্য এবং পরীক্ষা দিতে ইচ্ছুক বিষয়সহ সকল তথ্য সঠিকভাবে পূরন করে Preview অপশনে ক্লিক করতে হবে।

৪. Preview অপশনে ক্লিক করে পরীক্ষার্থীগণ তাদের পূরনকৃত সকল তথ্য সঠিক আছে কিনা তা ভালমত চেক করে নিবেন। কোন ভূল বা পরিবর্তন করতে চাইলে Back অপশনে করে করে তথ্য পরিবর্তন করতে পারবেন। সকল তথ্য সঠিক থাকলে পরীক্ষার্থীগণ Final Submit অপশনে ক্লিক করবেন। Final Submit অপশনে ক্লিক করলে তথ্য পরিবর্তনের আর কোন সুযোগ থাকবে না।

৫. Final Submit অপশনে ক্লিক করার পর পুরাতন পরীক্ষার্থীগণকে পূনরায় Login করে Payment সম্পন্ন করতে হবে। অপরদিকে, নতুন পরীক্ষার্থীগণ Final Submit অপশনে ক্লিক করলে তাদের E-mail ও মোবাইল এ Username এবং Password পাবেন। নতুন পরীক্ষার্থীগণকে‘ Payment সম্পন্ন করার জন্য Login এ ক্লিক করতে হবে। সেখানে E-mail ও মোবাইল এ প্রাপ্ত Username এবং Password দিয়ে ক্লিক করে এ Make Payment এ যেতে হবে।

৬. Make Payment এ ক্লিক করে পরীক্ষার্থীর সকল তথ্যসহ পরিশোধযোগ্য টাকার পরিমাণ প্রদর্শিত হবে। Click to Pay অপশনে ক্লিক করতে হবে।

৭. Click to Pay অপশনে ক্লিক করে পরীক্ষার্থীগণ তাদের পছন্দমত Payment Method যেমন- সোনালী ব্যাংক লিমিটেড, ভিসা ও মাস্টার্স কার্ড এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) এর মাধ্যমে থেকে Payment করে Online Form Submission প্রক্রিয়া সম্পন্ন করবেন।

৮. বিভিন্ন Payment Method থেকে Payment সম্পন্ন করলে পরীক্ষার্থীগণ ১টি Payment Confirmation এর ১টি Status পাবেন সাথে আপনার E-mail এ Payment Confirmation এর mail পাবেন।

এসএমটি