শিরোনাম

South east bank ad

নির্বাচনে সহিংসতা, মটরসাইকেল শ্রমিক আহত

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

টাঙ্গাইল প্রতিনিধি:

চতুর্থ ধাপের নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে নির্বাচনের সহিংসতায় ভাড়ায় চালিত প্রায় ১০ জন মটরসাইকেল শ্রমিক গুরতর আহত হয়েছে। এ ঘটনায় ৪০টি মটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মন্ডলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. জাহিদুল ইসলাম, মাজেদুর রহমান, হাফিজুর রহমান, মো. উজ্জল মিয়া ,জাহাঙ্গীর আলম, বর্তমানে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানাগেছে, স্থলচরে মেম্বার প্রার্থী সাজেদুলের (ফুটবল প্রতীক) নির্বাচনী প্রচারনায় মটরসাইকেল শোডাউন করতে সোনালী মোড় ভাড়ায় চালিত মটরসাইকেল সভাপতি আখের উদ্দিনের দ্বারস্থ হলে সভাপতি ৫৭ টি মটরসাইকেল ভাড়া দেন। শোডাউন শেষ করে ফেরার পথে ইউনিয়নের মন্ডল মোড়ে স্বতন্ত্র প্রার্থী নুর এ আলম তুহিনের (মটরসাইকেল প্রতীক) কর্মীসর্মথক একই ইউনিয়নের মো. তোফাজ্জল হোসেন তোফার( নৌকার ) শোডাউন ভেবে অতর্কিত হামলা চালায়। হামলায় ১০জন মটরসাইকেল চালক আহত হয় এবং ৪০টি মটরসাইকেল ভাংচুর করে।

আহত জাহাঙ্গীর আলম ও জাহিদুল ইসলাম বলেন, ‍‍“আমরা ভাড়ায় মটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করি। ঘটনার দিন স্থলচরে সাজেদুল মেম্বারের শোডাউন শেষ করে ফেরার পথে একদল লোক বলে তোরা তোফার মটরসাইকেল শোডাউন আসছিস বলে অতর্কিত ভাবে হামলা করে। তাদের হাতে থাকা লোহার রড হকিষ্টিক দিয়ে এলোপাথারী ভাবে মারতে থাকলে আমরা মটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্ঠা করি। এবং তাদের আঘাতে আমাদের মাথায় এবং শরীরে বিভিন্ন জায়গায় রক্তাত জখম হয়।”

তিনি আরো বলেন, ‍“আমাদের সাথে থাকা হাফিজুরসহ কয়েকজনের পা ভেঙ্গে ফেলে ওই কর্মীসমর্থকরা।”

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, “আমি ওই মটরসাইকেল বহরের মাঝখানে ছিলাম অবস্থার বেগতিক দেখে উল্টো পথে পালানোর চেষ্টা করি সেখানেও লোক দেখে মটরসাইকেল রেখেই পালিয়ে আসি।”

এ ঘটনায় কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। এরা অধিকাংশই আমার ইউনিয়নের বাসিন্দা। তারা মটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। আহতের মুখে জানতে পাড়ি হুগড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর কর্মীসর্মথকরা তাদের উপর আক্রমন করে।

হুগড়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. তোফাজ্জল হোসেন তোফা বলেন, “গত ২১ ডিসেম্বর আমার নির্বাচনী কোন শোডাউন ছিলনা। পরে লোকমুখে জানতে পারি আমার কর্মি ভেবে তাদের উপর আক্রমন করা হয়েছে। আমি এ ঘটনার তীব্রনিন্দা জানাই এবং আহতদের পরিবারে প্রতি সমবেদনা জানাই।”

হুগড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নুর এ আলম তুহিন জানান, “গতকাল মন্ডল মোড়ে মারপিটের ঘটনা আমি শুনেছি সেখানে পুলিশও এসেছিলো তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।”

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) মীর মোশারফ হোসেন জানান,“ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এমএফ

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: