ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বড়লেখা শাখার উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে-হাবীব মার্কেট (২য় তলা), হোল্ডিং # ১৮৯, হাজীগঞ্জ বাজার, বড়লেখা, মৌলভীবাজার-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর বড়লেখা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী নতুন শাখার শুভ উদ্বোধন করেন। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, বড়লেখা বণিক সমিতির সভাপতি হাজী আব্দুল হান্নান, ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান কাজী মোতাহের হোসেন, সিলেটের আঞ্চলিক প্রধান ফয়সাল আহমেদ, বড়লেখা শাখার ব্যবস্থাপক তানভীর হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
/জেটএন/