নাজিরেরগাঁওয়ে চার জুয়াড়ী আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
২১ ডিসেম্বর রাতে এসআই(নিঃ)/পীযূষ কান্তি দাস,সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/দেবাশীষ দেব, এএসআই(নিঃ)/রেজাউল করিম, এএসআই(নিঃ)/আব্দুস সালাম, এএসআই(নিঃ)/ মোস্তাফিজুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ ইখতিয়ার উদ্দিন, কং/১৮৫০ জসিম উদ্দিন, কং/১৮৫২ সাইফুল ইসলাম ও সর্ব জালালাবাদ থানা, এসএমপি,সিলেটগণ জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও সাকিনস্থ নাজিরেরগাঁও গ্রামের পূর্ব দিকে হাওরের ধানী জমিতে খোলা জায়গায় অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় নাজিম উদ্দিন (৪২), পিতা-মৃত ইউসুফ আলী, মাতা-মৃত গোলাবুন বেগম, সাং-নাজিরেরগাঁও উত্তরপাড়া, আব্দুল হক এর বাড়ী, কনু মিয়া (২৮), পিতা-মোবারক আলী, মাতা-মৃত হাফসা বেগম, সাং-নাজিরেরগাঁও উত্তরপাড়া, আব্দুল হক এর বাড়ী, ফারুক আহমদ (৫৪), পিতা-মৃত তৈয়ব উল্লাহ, মাতা- মৃত আফিয়া প্রকাশ আফ্রিকা বেগম, সর্ব সাং-নাজিরেরগাঁও, উত্তরপাড়া সিরাজ মিয়ার বাড়ী, মোতাহের হোসেন (৩৩), পিতা-মৃত মখলিছ মিয়া,মাতা- মিনারা বেগম, সাং-উত্তর পীরপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলাদ চৌধুরীর বাড়ীর পাশে, সর্ব থানা-জালালাবাদ, জেলা-সিলেটদেরকে আটক করেন।
উক্ত জুয়াড়ীদের হেফাজত হতে (ক) জুয়া খেলায় ব্যবহৃত America PLAYING CARDS, ALPHA QUALITY লেখা একটি প্যাকেট, (খ) JOKER লেখা সহ সর্বমোট ৫৬টি PLAYING CARDS (তাস), (গ) ০২টি মোমবাতি যার মধ্যে একটি অক্ষত এবং একটি অর্ধেক ক্ষয়কৃত(ব্যবহৃত), (ঘ) দুইটি ১০০ টাকার নোট, তিনটি ৫০ (পঞ্চাশ) টাকার নোট, ০৭(সাত) টি ২০ টাকার নোট ও ০৮(আট) টি ১০ টাকার নোট সহ সর্বমোট-৫৭০/-(পাঁচশত সত্তর) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের মোকাবেলায় ২১/১২/২০২১ খ্রিঃ তারিখ রাত ০০:১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এই সংক্রান্তে এসআই(নিরস্ত্র) পীযুষ কান্তি দাস, বাদী হয়ে এজাহারনামীয় আটক ০৪ জন ও অজ্ঞাতনামা পলাতক ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-১৫/৩৩১ তাং-২১/১২/২০২১ইং ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়েছে।