শিরোনাম

South east bank ad

শপথ গ্রহণ শেষে টিডব্লিউএ সংগঠনের নবনির্বাচিতরা সংবর্ধিত

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

ময়মনসিংহ বিভাগে বসবাসরত ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীদের সংগঠন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৮ ডিসেম্বর) ময়মনসিংহের কেন্দ্রীয় কার্যালয়ে এই শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি জুয়েল আরেং এমপি, সাধারণ সম্পাদক জন সাংমা, কোষাধ্যক্ষ লুইস সুপ্রভাত জেংচাম এবং আইন ও আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারী পদে লুইস নেংমিনজা শপথ গ্রহন করেন। পরে নব নির্বাচিত সদস্যদের জাঁকজমকপূর্ণ এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ভদ্র ম্রং এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আশোতোষ রিছিল, সুদীর চিসিম, আলবার্ট মানকিন, অরণ্য ই চিরান ও অন্যান্য সুধীজন।

উল্লেখ্য, তিন বছর মেয়াদি ২৯ সদস্য বিশিষ্ট ওই কমিটির ভোটগ্রহন অনুষ্ঠিত হয় গত (১১ডিসেম্বর)। এই কেন্দ্রীয় কমিটিতে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ১১টি জেলার ৪৬টি উপজেলা শাখা রয়েছে।

নব নির্বাচিত কমিটি সব মহলের সহযোগিতা ও আশির্বাদ কামনা করেন।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: