শিরোনাম

South east bank ad

কালকিনিতে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণে ৫০ জনের বিরুদ্ধে মামলা

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর):

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষ ও শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক লোকজনকে আসামি করে মামলা হয়েছে। দুই গ্রুপের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামের এক নারী বাদী হয়ে কালকিনি থানায় মামলাটি করেন। এতে আসামি করা হয় ১৫ জনকে।

অপরদিকে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের পা কেটে নেওয়ার ঘটনায় মিরাজের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে অপর একটি মামলা করেন।

ওই মামলার পর ক্ষিপ্ত হয়ে মিরাজের পা কাটা মামলার বাদী ও তার চাচা লিয়াকত খানের দুই পাও গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার জেরে পুনরায় শনিবার (১৮ ডিসেম্বর) সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে স্থানীয় মেরাজুল কাজী (১৯), মো. শহিদুল কাজী (৩৫), জাহাঙ্গীর বেপারি (৬৫), সুমন তালুকদার (৩০) ও শারমিনসহ (২৬) প্রায় ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে মেরাজুল কাজী, মো. শহিদুল কাজী ও জাহাঙ্গীর বেপারির অবস্থার অবনতি হলে তাদের ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আশফাক রাসেল বলেন, পূর্ব এনায়েত নগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইট মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএফ

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: