শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ মাসুদ রানা, (পঞ্চগড়):

পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়।

মেলায় উপজেলার ৪০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে মেলাটিকে সুসজ্জিত করে। রবিবার(১৯ ডিসেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী দিনে বিচারক মন্ডলীর চুলছেড়া বিশ্লেষন করে স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও তৃতীয় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ।

এমএফ

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: