শিরোনাম

South east bank ad

জালালাবাদ থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শনিবার (১৮ ডিসেম্বর) জনৈক (৬৩), থানা-জালালাবাদ, জেলা-সিলেট মোবাইল ফোনের মাধ্যমে জালালাবাদ থানা পুলিশকে জানান যে, অত্র জালালাবাদ থানাধীন নতুন টুকের বাজারের এডভান্স মডেল স্কুলের বিপরীতে টিন সেডের নিচে একজন অজ্ঞাতনামা বৃদ্ধ মহিলার লাশ পড়িয়া আছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে জালালাবাদ থানা এলাকায় দিবাকালীন সিয়েরা-২১ ডিউটিতে নিয়োজিত এসআই(নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স সহ বর্নিত ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেখিতে পান যে, একজন অজ্ঞাতনামা মৃত মহিলা যার বয়স অনুমান (৫০) বছর হইবে। তাহার পরনে পুরাতন ময়লাযুক্ত বিভিন্ন রংয়ের কাপড় চোপড় পরিহিত অবস্থায় মাটিতে পড়িয়া আছে।

তখন এসআই(নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ আশপাশের লোকজনকে উক্ত মৃতার পরিচয় সর্ম্পকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মৃত অজ্ঞাত মহিলা একজন মানসিক ভারসাম্যহীন(পাগল), সে দীর্ঘদিন ধরে টুকের বাজারসহ আশপাশ এলাকায় ঘোরাফেরা করিত। মৃতার পরিচয় সর্ম্পকে জানতে চাইলে স্থানীয় লোকজন মৃতার নাম ঠিকানা জানেন না মর্মে জানান।

স্থানীয় লোকজনদের আরো জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ভারসাম্যহীন বৃদ্ধ মহিলা শনিবার (২৮ ডিসেম্বর) সকাল অনুমান ১১.০০ ঘটিকা হইতে দুপুর ২.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় মারা গিয়াছে। বর্ণিত ভিকটিমের লাশ উদ্ধার করতঃ সুরতহার রিপোর্ট প্রস্তুত সহ ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হইয়াছে।

বর্তমানে উক্ত ভিকটিমের লাশ বর্ণিত হাসপাতালের মর্গে আছে। উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। বিষয়টি থানার চার্জ-অফিসার মোঃ আবু খালেদ মামুন,পুলিশ পরিদর্শক(তদন্ত), জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: