ফুলবাড়িয়ায় হতদরিদ্র নারীদের মধ্যে চাউল বিতরণ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
মহান বিজয় দিবসে বিজয়ের ৫০ বছর সুবর্ন জয়ন্তী উপলক্ষে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারজানা শারমিন বিউটি জেলা পরিষদের বরাদ্দ থেকে হতদরিদ্র মহিলাদের মাঝে চাউল বিতরণ করেছেন।
প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোসলেম উদ্দিন এমপি। এ সময় ফুলবাড়িয়া পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা এডঃ ইমদাদুল হক সেলিম, রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। পলাশতলী, রাধাকানাই, ফুলবাড়িয়া ও কুশমাইলের প্রায় ৫ শতাধিক দরিদ্র পরিবারের নারীরা জনপ্রতি ২৫ কেজি করে চাল পান।
এর আগে সকালে ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারজানা শারমিন বিউটির নেতৃত্বে এক বিশাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
/জেটএন/