দুর্গাপুরে বিজয় শোভাযাত্রা
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন গুলির আয়োজনে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এই শোভাযাত্রা ও আনন্দ মিছিল করা হয়। মিছিলটি পৌর শহরের সবকটি রাস্তা প্রদক্ষিন করে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার,আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,সহ-সভাপতি মজিবুর রহমান,ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি,জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম সফিক,কাউন্সিলর আফরিন জাহান বিউটিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জেটএন